পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে দক্ষিণাঞ্চলের ৪৩ রুটের ৯০টি লঞ্চ নিয়ে নেতা-কর্মীরা যাওয়ায় ঢাকার সদরঘাট শনিবার লঞ্চশূন্য হয়ে পড়েছিল।
বহু প্রতীক্ষিত পদ্মা সেতু শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মাওয়া প্রান্তে উদ্বোধন করার পর অন্য প্রান্তে জনসভায় যোগ দেন।
মাদারীপুরের শিবচর উপজেলার এই জনসভায় যোগ দিতে ঢাকার সদরঘাট থেকে ৩টি এবং বরিশাল, ভোলা, ঝালকাঠিসহ অন্যান্য রুট থেকে ৮৭টি লঞ্চ নিয়ে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা্। তাতে সদরঘাট থেকে বিভিন্ন নৌপথে যেতে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে সদরঘাটে আসে ২৯টি লঞ্চ আর ছেড়ে যায় ২৮টি। যদিও এ সময়ের মধ্যে ৫২ থেকে ৫৫টা লঞ্চের আসা এবং ৩৫ থেকে ৪০টি লঞ্চের যাওয়ার কথা।