ছবি হিট হওয়ায় নায়ককে ৪ কোটির গাড়ি উপহার প্রযোজকের

সমকাল প্রকাশিত: ২৪ জুন ২০২২, ২০:১০

দক্ষিণী ছবির রমরমার ভিড়ে বলিউডের জৌলুস কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু 'ভুল ভুলাইয়া'-র হাত ধরে বলিউডের দুর্দিন ঘুচল। বলা যায়, অনেক দিনই পর বক্স অফিসে লাভের মুখ দেখে বলিউডের কোনো ছবি ।



২০ মে মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম তিন দিনে ৫৬ কোটি টাকার ব্যবসা করে। বক্স অফিসে সংগ্রহ ছাড়িয়েছে ১৮০ কোটি রুপির বেশি। নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি।ছবির এই সাফল্যে বেশ খুশি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। সেই খুশিতে নায়ক কার্তিককে  বিশালবহুল গাড়ি উপহার দিলো। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যে খুশি হয়ে কার্তিককে তিন কোটি ৭৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার বেশি) ম্যাকলারেন জিটি স্পোর্টস কার উপহার দিয়েছেন টিসিরিজের কর্ণধার ভূষণ কুমার। কমলা রঙের এই গাড়ি ভারতে  কার্তিক ছাড়া এখনও পর্যন্ত আর কারও কাছে নেই।



এমন উপহারের কথা অন্তর্জালে শেয়ার করে কার্তিক আরিয়ান মজা করেই লিখেছেন, পরের উপহার যেন ব্যক্তিগত বিমান হয়।



‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছাড়া রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র ও অশ্বিনী কালসেকার। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us