হাসপাতালে ভর্তির সপ্তাহখানেক পরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই আছেন তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকেরা।
হার্টের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর গত ১৫ জুন কেবিনে আনা হয়েছে তাঁকে। কেবিনে আনার পরে পুরোনো কিছু অসুখও ভোগাতে শুরু করেছে তাঁকে।
আজ রোববার দুপুরে খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়ার রক্তচাপ ওঠা-নামা করছে। তবে আজ অনেকটা স্থিতিশীল আছে। এর পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাসহ আরও কিছু সমস্যা আছে। এই অবস্থায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর বাড়ি ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শায়রুল।