ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে সোমবারের এ হতাহতের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বিচ্ছিন্নতাবাদীদের।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টিএএসএস জানায়, দোনেৎস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর) ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে প্রজাতন্ত্রটির জয়েন্ট সেন্টার ফর সিজফায়ার কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল (জেসিসিসি) মিশন এক বিবৃতিতে জানিয়েছে।
দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিশ পুশিলিন ইউক্রেনের হামলা প্রতিরোধ করার জন্য আরও রুশ বাহিনী পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন।