বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোসহ ছয়টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মূল কৌশল হিসেবে চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো এবং আমদানিনির্ভর ও কম গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় বন্ধ রাখা অথবা কমানো, কম অগ্রাধিকারের প্রকল্প বাস্তবায়নের গতি হ্রাস এবং উচ্চ ও মধ্যম অগ্রাধিকারের প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। কিন্তু প্রথম দুটি কৌশল বাস্তবায়নের কোনো পথনকশা নেই।
আসছে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য দেন আইবিএফবির সভাপতি মো. হুমায়ুন রশিদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এম এস সিদ্দিকী ও লুৎফুন্নিসা সৌদিয়া খান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, পরিচালক মো. আলী আফজাল প্রমুখ।