বাজেট প্রতিক্রিয়া: সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই —ড. সালেহউদ্দিন আহমেদ

বণিক বার্তা ড. সালেহউদ্দিন আহমেদ প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৮:৩৮

বর্তমান প্রেক্ষাপটে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে সময়োপযোগী দিকনির্দেশনা প্রত্যাশা করেছিলাম। যদিও প্রতিটি ক্ষেত্রেই আশাহত হয়েছি। পুরো বাজেট বক্তৃতায় অনেক রূপকল্প, অর্জন আর প্রত্যাশার কথা আছে। কিন্তু কোনো বিষয়েই সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। বাজেটের সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন অনেক বিষয় তার বক্তৃতায় এসেছে। এর আগে কখনো এমনটি দেখিনি।


অর্থমন্ত্রী বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন। এটি যেকোনো বাজেটেরই গতানুগতিক ধারা। অর্থমন্ত্রী মধ্যবিত্তের কাছে যেতে চান বলেছেন। কিন্তু করমুক্ত আয়সীমা বাড়ানোর কোনো ঘোষণা দেননি। কোন মাধ্যমে তিনি মধ্যবিত্তের কাছে পৌঁছাতে চান, তারও কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। দেশের মানুষ এখন মূল্যস্ফীতির চাপে দিশেহারা। অথচ অর্থমন্ত্রীর বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। অর্থমন্ত্রী কর্মসংস্থান বাড়ানোর কথা বলেছেন। কিন্তু কর্মসংস্থান বাড়ানোর কোনো রূপরেখা নেই। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় ডিজিটাল মুদ্রা চালুর বিষয় এনেছেন। অথচ এটি একান্তই বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির বিষয়। অর্থমন্ত্রী মুদ্রানীতির সঙ্গে রাজস্বনীতির সমন্বয় ঘটানোর কথা বলতে পারতেন। কিন্তু এ ধরনের কোনো বার্তা বাজেট বক্তৃতায় পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us