খাবার নষ্ট করা যাবে না এ দেশে! খাদ্যের অপচয় রুখতে নতুন নিয়ম চালু হচ্ছে রেস্তরাঁয়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১৯:৪৭

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮.৯ শতাংশ নিয়মিত খিদের সঙ্গে লড়াই করে। পরিসংখ্যান বলছে, স্পেন প্রতি বছর প্রায় ১.৩৬ মিলিয়ন টন খাদ্য এবং পানীয় অপচয় করে যা জনপ্রতি প্রায় ৩১ কিলোগ্রামের সমান। মাথাপিছু যার আর্থিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা। টাকার পরিমাণ চোখ কপালে তোলার মতোই। এই বিপুল খাদ্যের অপচয় আটকাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে করেছে স্পেন সরকার।


একটি নতুন আইন পাশ হয়েছে যার নাম ‘ডগি ব্যাগ’।কী এই ‘ডগি ব্যাগ’ আইন?মঙ্গলবার স্প্যানিশ সরকার কর্তৃক পাশ করা নতুন বিলের অধীনে দেশের রেস্তরাঁ এবং বারগুলির তরফ থেকে তাদের গ্রাহকদের বাড়তি খাবার ফেলে না দিয়ে তা বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি করে ব্যাগ দেওয়ার কথা হয়েছে। কোনও রেস্তরাঁ বা বার যদি তা না দেয়, সে ক্ষেত্রে ২০০০ ইউরো অর্থাৎ ভারতায় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হবে। খাদ্যের অপচয় কমাতেই সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ম কঠোর ভাবে মানারও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। খাবারের অপচয় কমানো ছাড়াও দেশের কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য খুচরো দোকানদার এবং ব্যবসায়ীদেরও খাদ্যদ্রব্যের দাম কম করতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us