সক্রিয়তা বাড়াচ্ছে জামায়াত

সমকাল প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১২:০৮

প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় নানা বাধা পেলেও আগামী নির্বাচন সামনে রেখে ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে জামায়াতে ইসলামী। সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়তে বিএনপির সংলাপের উদ্যোগকে সতর্কভাবে দেখছে দলটি। আশু ভবিষ্যতে রাজপথের আন্দোলন-সংগ্রামের জন্যও তৈরি হতে বিশেষভাবে অঙ্গসংগঠন ছাত্রশিবিরকে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করতে শুরু করেছে ছাত্রকর্মীরা।


মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দলটি নিন্দিত। হানাদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারে দলের শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি হওয়ার পর ২০১৬ সাল থেকে দলটি গভীর সংকটে কোণঠাসা অবস্থায়।


দলীয় সূত্র জানায়, সম্প্রতি জামায়াতের নির্বাহী কমিটির বৈঠকে বিএনপির সংলাপ, সরকারবিরোধী আন্দোলন, আগামী নির্বাচন, জাতীয় সরকার গঠন নিয়ে নেতারা দীর্ঘ আলোচনা করেন। ওই বৈঠকে দলটির নিবন্ধন, দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্দোলনের জন্য দলের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us