You have reached your daily news limit

Please log in to continue


সব কাঁচা বাজার নিয়ন্ত্রণে আনবে ঢাকা দক্ষিণ সিটি

সরকারি-বেসরকারি সব কাঁচা বাজার সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক সেমিনারে সভাপতির বক্তব্যে ফরিদ আহাম্মদ এ কথা জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘সিটি-লেভেল সেমিনার ঢাকা সাউথ সিটি করপোরেশন’স প্রায়োরিটিজ অ্যান্ড কন্ট্রিবিউশন্স ফর দ্যা ঢাকা ফুড এজেন্ডা ২০৪১’ শীর্ষক সেমিনারটি হয়।

ফরিদ আহাম্মদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই শতাধিক কাঁচা বাজার রয়েছে। যত্রতত্র সেসব কাঁচা বাজার গড়ে ওঠেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী কাঁচা বাজারগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব সিটি করপোরেশনেরই। সেজন্য আইনের আলোকে প্রবিধান করার বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু ইতোপূর্বে সেই প্রবিধান কখনোই করা হয়নি। বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে আমরা সেই প্রবিধানমালা প্রণয়ন করেছি।’

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন