একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমার প্রত্যাশা, এবারের বাজেট হবে উদ্যোক্তাবান্ধব। কয়েক বছর ধরেই আলোচনা চলছে, নতুন উদ্যোক্তা তৈরির কথা বলা হচ্ছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও শুনে আসছি অনেক দিন ধরে।
আমি মনে করি, বাজেটের মাধ্যমে শুধু উদ্যোক্তা তৈরির রাস্তা করে দিলে হবে না, উদ্যোক্তাদের কীভাবে টিকিয়ে রাখা যায়—এ ব্যাপারে আরও বেশি মনোযোগী হতে হবে। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।
চিকিৎসক, প্রকৌশলী, বিসিএসের উত্তীর্ণ হওয়ার পরও বিপুল মেধাবী তরুণ এখন উদ্যোক্তা হতে চান, এ আশায় বিনিয়োগও করেন। কিন্তু সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা না পেয়ে অধিকাংশই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং পরে ব্যবসা গুটিয়ে নেন।