দোকানের অপেক্ষায় ২৬ বছর

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২২, ১২:৩৫

মিরপুরের বাসিন্দা আবদুল জলিল নিউ ঢাকা সিটি করপোরেশন মার্কেটে দোকান পেতে টাকা জমা দেন নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯৬ সালে মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু গত ২৬ বছরেও কাজ শেষ হয়নি। দোকান পাওয়ার আশায় দিন কাটানো আবদুল জলিল ২০১৩ সালে মারা যান। এখন দোকান পাওয়ার অপেক্ষায় আছে তাঁর পরিবার।


আবদুল জলিলের পরিবারের মতো কয়েক হাজার পরিবারের দোকান পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি মার্কেটের একটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২৬ বছর আগে, আরেকটির ২৫ বছর আর অন্যটির ১৮ বছর আগে। এখন পর্যন্ত কোনোটিরই নির্মাণকাজ শেষ হয়নি। অথচ দোকান বরাদ্দের নামে কয়েক হাজার ব্যক্তির কাছ থেকে প্রায় ৭৩ কোটি টাকা আদায় করা হয়েছে।


২০১১ সালে সিটি করপোরেশন বিভক্তির পর মার্কেট নির্মাণের দায়িত্ব পায় উত্তর সিটির প্রকৌশল বিভাগ আর দোকান বরাদ্দের সালামি আদায়ের দায়িত্ব পায় রাজস্ব বিভাগ। মার্কেট নির্মাণে দীর্ঘসূত্রতার জন্য এই দুই বিভাগ পরস্পরকে দোষারোপ করছে। এই মার্কেট তিনটির নির্মাণ নিয়ে সিটি করপোরেশনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বছরের পর বছর একইভাবে পড়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us