আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এখন পর্যন্ত ছয় জন মেয়র প্রার্থী ভোটের মাঠে আছেন। এই ছয় জনের মধ্যে চার জনকে নিয়েই চলছে নানা আলোচনা-সমালোচনা। কারণ এই চার প্রার্থীর দু’জন বিএনপির ও দু’জন আওয়ামী লীগের নেতা।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, গত দুই নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খান এবং তার মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। ওই দুই নির্বাচনে আওয়ামী লীগের একটি বড় অংশের হস্তক্ষেপে বাবা ও মেয়ের পরাজয় হয় বলে অভিযোগ রয়েছে। গত দুই নির্বাচনে তেমন প্রকাশ্যে আসেনি দলটির এই গ্রুপিং কোন্দলের কথা।