অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ দেখা যায় গত মাসে, যা সহিংস আকার ধারণ করেছে সম্প্রতি। দুই মাসের বেশি সময় ধরে সরকারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চললেও গত ১৯ এপ্রিল পুলিশের গুলিতে প্রথম একজন বিক্ষোভকারীর প্রাণহানির পর বিক্ষোভ ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ারগ্যাস এবং জলকামান ব্যবহার করছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং কারফিউ জারি করেছে।