ইভিএমে ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিতে পারিনি: সিইসি

ডেইলি স্টার প্রকাশিত: ১০ মে ২০২২, ১৩:০১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। তবে ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিতে পারিনি। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।


আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরকালে সিইসি এসব কথা বলেন।


কাজী হাবিবুল আউয়াল বলেন, 'ভোটগ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে এবং কতটা ইবিএমে আর কতটা ব্যালটে হবে এ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করিনি। এ বিষয়টি পর্যালোচনাধীন।'


তিনি বলেন, 'অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন, সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। তবে ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনো নিতে পারিনি। ইতোমধ্যে অনেক সভা করেছি। আগামীতেও ২-৪টা সভা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।'


'আমরা যতদূর সম্ভব ভোট স্বাধীনভাবে পরিচালনা করব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা ভোটগ্রহণের পদ্ধতির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব', যোগ করেন সিইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us