গত ১০ মার্চ আমি ‘প্রিপ্যারিং ফর ডিফিট’ বা ‘পরাজয়ের জন্য প্রস্তুতি’ নামে একটি ছোট্ট নিবন্ধ লিখেছিলাম। (ইউক্রেনে যুদ্ধের ভবিষ্যদ্বাণী-সংক্রান্ত এই লেখার অনুবাদ ইত্তেফাকে প্রকাশিত হয়েছে)। এই লেখায় আমি যুক্তি দিয়েছিলাম যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া সরাসরি পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে। এই লেখা সেই সময় অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল। অনেকে ভেবেছিলেন যে আমি একটু বেশিই আশাবাদী। এখনো পর্যন্ত সেই খোঁচা দেওয়ার প্রবণতা তারা বেশ ভালোমতোই ধরে রেখেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ জয়লাভ করার প্রচেষ্টায় রাশিয়ানরা আসলে পরাজিত হয়েছে। এপ্রিলের প্রথম দিকে তারা উত্তর ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। পরবর্তীকালে তারা তাদের কৌশলগত লক্ষ্য-উদ্দেশ্য থেকে নাটকীয়ভাবে সরে আসে। এই যুদ্ধ এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত হয়ে এক নতুন মাত্রা লাভ করেছে।
মস্কো এখন লুহানস্ক ও দোনেত্স্কের অবশিষ্ট অঞ্চলগুলো জয় করতে চায়। সেই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত শহর মারিউপোলও তারা কবজা করতে চায়। কিন্তু সেখানে ইউক্রেনীয় মুক্তিযোদ্ধারা আট সপ্তাহের বেশি সময় ধরে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন এবং অবিশ্বাস্যভাবে এখনো তারা মারিউপোল ধরে রেখেছেন।