নিউইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন ‘দায়িত্বজ্ঞানহীন’ : পেন্টাগন

এনটিভি প্রকাশিত: ০৬ মে ২০২২, ১২:৩০

যুদ্ধক্ষেত্রে মার্কিন গোয়েন্দা তথ্যের সহায়তায় ইউক্রেনীয় সেনারা অন্তত ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে। দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এমন প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। 


একই সঙ্গে রুশ জেনারেলদের হত্যা করতে যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধে নিহত অনেক রুশ জেনারেলকে লক্ষ্যবস্তু করা ও হত্যার সুযোগ পায় ইউক্রেনীয় বাহিনী।


ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, এটা সত্য, তাদের দেশ রক্ষায় ইউক্রেনীয়দের সহায়তা করতে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us