উপহার পাওয়া বইয়ের হাতের লেখা বাবুলেরই

প্রথম আলো প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১৯:৪৯

উপহারের বইয়ে থাকা হাতের লেখা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারেরই। একজন নারীর কাছ থেকে বইটি তিনি উপহার পেয়েছিলেন। মামলার আলামত হিসেবে জব্দ করা হয় ওই বই।


মাহমুদা হত্যা মামলায় বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার জন্য গত ১৪ মার্চ আদালতে আবেদন করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর পরিপ্রেক্ষিতে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ–সংক্রান্ত পরীক্ষার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।


প্রতিবেদনের মতামত অংশে লেখা হয়েছে, বাবুল আক্তারের প্রামাণ্য ইংরেজি ভাষার হাতের লেখা ও উপহার পাওয়া বইয়ের পাতায় থাকা নমুনা লেখার মধ্যে মিল রয়েছে। প্রতিবেদনের তথ্য উল্লেখ করে সূত্র জানায়, বইয়ের পাতায় ইংরেজি ভাষায় লেখা ছিল। তুলনামূলক পরীক্ষায় লেখার সাধারণ ও ব্যক্তিগত উভয় বৈশিষ্ট্যেরই মিল পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us