রমজানের শেষ দশ দিন হোক পবিত্র রজনীর সন্ধান

বাংলা ট্রিবিউন মুফতি তানজিল আমির প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১৮:৪৭

দেখতে দেখতে চোখের পলকেই যেন ২০টি দিন পেরিয়ে গেলো। শুরু হয়ে গেলো নাজাতের দশক। পবিত্র এ মাস শুরু হওয়ার পরও অনেকে জীবনের গতিপথ বদলায়নি, ভেবেছিল কয়েক দিন পর আমলের হিসাব কিতাব শুরু করবো, মাত্র তো রমজান শুরু! কিন্তু হায়, চোখের পলকেই যেন ২০টি রোজা চলে গেলো।


রমজানের বাকি সময়টুকু আমাদের হিসাব করে কাটাতে হবে। কারণ, রাসুল (সা.) বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেলো, অথচ নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না। প্রিয় নবীজির এ বদদোয়ার ভাগীদার যেন না হতে হয়, সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।


সিয়াম সাধনা প্রকৃত অর্থেই একটি ভালোবাসা-জাগানিয়া প্রকল্পের নাম। আল্লাহর জন্য এ ভালোবাসায় বান্দার ইমান পরিপূর্ণ হয়। পরিপক্বতা আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us