Trans Tea Stall নিয়ে সকলেই বেশ উৎসাহী। কারণ অসমে প্রথম এমন চায়ের স্টল খোলা হয়েছে যার সকল স্টাফ ট্রান্সজেন্ডার। এদের নিয়ে দেশের প্রথম চায়ের স্টল খুলে সকলকে চমকে দিয়েছে অসমের একটি সংস্থা। তারা জানিয়েছে যে, অনেকদিন ধরেই তাদের সংস্থা কাজ করে চলেছে ট্রান্সজেন্ডারদের নিয়ে। তারা সবসময় চেষ্টা করে চলেছে, কী ভাবে তাদের কাজের ব্যবস্থা করা যায়। কারণ সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য নিজেদের পায়ে দাঁড়ানো প্রয়োজন। ট্রান্সজেন্ডারদের সকলেই একটু অন্য চোখে দেখে। এবার তাদের নিয়েই তৈরি করা হল প্রথম চায়ের স্টল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই চায়ের স্টল।