যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্ধুকধারীদের হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে ইস্টারের সপ্তাহে তিনবার হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ এপ্রিল) পিটসবার্গে একটি পার্টিতে হামলা চালানো হয়।
এতে দুইজন কিশোর প্রাণ হারিয়েছে। তাছাড়া সাউথ ক্যারোলাইনার একটি নাইট ক্লাবেও গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও সেখানে কারোর মৃত্যু হয়নি। সপ্তাহের শুরুতে এই দুই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩১ জন। পিটসবার্গে একাধিক ব্যক্তি মিলে গুলি চালিয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
ওই পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। তার মধ্যে অধিকাংশই ছিল কিশোর-কিশোরী। পিটসবার্গের পুলিশ প্রধান স্কট শুবার্ট বলেন, ওই পার্টি হচ্ছিল একটি বাড়ি ভাড়া করে। বাড়িটি ঘিরে রেখে প্রায় আটটি জায়গা থেকে গুলি চালানো হয়। অন্যদিকে সাউথ ক্যারোলাইনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোররাতে নাইট ক্লাবে গুলি চালনার ঘটনা ঘটে।