লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় নৌপুলিশের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে এক জেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
রোববার ভোর রাতে উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান জানান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জেলেকে আটক করা হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আমীর হোসেন ভোলা সদর উপজেলার কুতুবপুরা মতলব বাড়ির বাসিন্দা ছিলেন।
জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা তুলে ধরে এসপি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে রোববার রাতে নৌপুলিশ নদীতে অভিযানে নামে।