সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নয় দশমিক দুই শতাংশ শেয়ার কিনে নিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যার মূল্য হচ্ছে প্রায় তিনশ কোটি ডলার। এরপরই টুইটারের শেয়ারের দর ২৫ শতাংশ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। সোমবার (৪ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানায়, ১৪ মার্চ টেসলার প্রতিষ্ঠাতা সাত কোটির বেশি শেয়ার কিনে নেন। যার মূল্য দুইশ ৮৯ কোটি ডলার।