বিএনপির অনশনে গিয়ে মার খাওয়া জামায়াত কী বার্তা পেল?

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ১৩:৫২

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অনশনে আসা জামায়াত কর্মীদের মারধরের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শনিবার থেকে বিএনপি ও জোটের ভেতরে-বাইরে নানা প্রতিক্রিয়া চলছে। কেউ বলছেন, আমন্ত্রণ ছাড়াই বিএনপির কর্মসূচিতে এসেছিলেন জামায়াত নেতাকর্মীরা। কেউ বলছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। নানা আলোচনা-সমালোচনার মধ্যে ‘জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়টি আরও পরিষ্কার হলো' বলে মনে অনেকে।


বিএনপি নেতারা ঘটনাটি নিয়ে দায়িত্বশীল মন্তব্য করছেন না। প্রতিক্রিয়া জানতে চাইলে এড়িয়ে গিয়ে দায়সারা কথা বলেছেন কয়েকজন নেতা।


জোটের একাধিক শরিক ও জামায়াতের সূত্র বলছে, আমন্ত্রণ পেয়ে তারা বিএনপির অনশনে সংহতি জানাতে গিয়েছিলেন।


দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতকে পাশ কাটিয়ে বিএনপি যখন ঐক্যবদ্ধ আন্দোলনের চিন্তা করছে তখন এ ঘটনায় লাভক্ষতির হিসেবও কষছেন অনেকে। কেউ বলছেন, বিএনপি অনেকদিন ধরে জামায়াতকে ছাড়াই কর্মসূচি পালন করছে। এ ঘটনায় নিজেদের মধ্যে দূরত্বের বিষয়টি আরও পরিষ্কার হলো, যা বাম ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us