ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে ভারত একটি অভ্যন্তরীণ জলপথ পরিবহন ব্যবস্থা (আইডব্লিউটি) নির্মাণে কাজ করছে বলে জানিয়েছে দেশটির বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়।
আসাম ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে অভ্যন্তরীণ নৌচলাচল বৃদ্ধি ও দুই দেশের মধ্যকার জলপথের সংযোগ উন্নয়নে ভারত ও বাংলাদেশ যৌথভাবে ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুট নিয়ে কাজ করছে।
জলপথ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আসামের পান্ডু বন্দরে একটি জাহাজ মেরামতের ব্যবস্থাও তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে উত্তর-পূর্ব অঞ্চলের জাহাজগুলোকে মেরামতের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ২০২৫ সাল নাগাদ এই প্রকল্পটির বাস্তবায়ন হলে তা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।