অবশেষে ডিজিটাল দুনিয়ায় কারিনা

প্রথম আলো প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১১:৫৬

ওটিটি দুনিয়ায় আসছেন কারিনা, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। এবার সত্যি সত্যি ওটিটিতে পা রাখতে চলেছেন বলিউডের বেবো। নেটফ্লিক্সের এক ছবির মাধ্যমে তিনি ওটিটিতে আসতে চলেছেন।



কারিনা এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে তিনি ওটিটির দুনিয়ায় আসছেন। এই বলিউড অভিনেত্রী একটি ভিডিও এবং কিছু ছবির মাধ্যমে তাঁর আগামী প্রকল্পের বিষয়ে জানিয়েছেন। এই ভিডিওতে জানা গেছে যে তাঁর এই প্রকল্প জাপানের নামকরা লেখক কিগো হিগাশিনোর লেখা ‘দ্য ডিভোসন অব সাসপেক্ট এক্স’ বইয়ের অবলম্বনে নির্মিত হবে। তবে তাঁর এই প্রকল্পের নাম কী হবে, তা এখনো জানা যায়নি। কারিনার সঙ্গে এই ছবিতে দেখা যাবে জয়দীপ অহলায়াত আর বিজয় ভর্মাকে। ‘পাতাল লোক’ সিরিজের মাধ্যমে জয়দীপ দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। কারিনা তাঁর ওটিটি ডেবিউয়ের জন্য বেছে নিয়েছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us