আঙুলের মাথায় প্রতিবছরই চুলকানি হয়, কী করব?

প্রথম আলো প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১২:৫২

প্রশ্ন
আমার বয়স ২৪ বছর। তিন বছর আগে থেকে আমার হাতের আঙুলের মাথায় চুলকানি হয়। চামড়ার ভেতর গুটি আকারে পুঁজ জমে যায়। পুঁজ শুকিয়ে চামড়া পড়ে গিয়ে নতুন চামড়া ওঠে। নতুন চামড়াতেও চুলকায় এবং পুঁজ হয়। এক-দুই মাস পর আপনা-আপনিই ভালো হয়ে যায়। এভাবে প্রতিবছরই হয়। শুধু আঙুলের মাথায় এমন হয়। এটা কি কোনো রোগের লক্ষণ? সমাধান কী?—রুবিনা আক্তার


পরামর্শ
উপসর্গ পড়ে মনে হচ্ছে, এটি হ্যান্ড একজিমা। বেশি বেশি হাত ধোয়া বা অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করার কারণে এমনটি হয়ে থাকতে পারে। বেশিক্ষণ হাত ভেজা থাকলেও এমন হয়। ডায়াবেটিসের মাত্রায় হেরফের হলে হাতে চুলকানি হতে পারে। হাত ধোয়া বা গোসলের সময় অতিরিক্ত পানি বা সাবান ব্যবহার করবেন না। কোনোভাবেই হাত ভেজা রাখবেন না। ভিজলে বা ঘামলে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। দ্রুতই সিবিসি (রক্ত পরীক্ষা) ও ডায়াবেটিস টেস্ট করিয়ে নিন। ৭ দিন ক্লাভুসেফ ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট খেয়ে দেখতে পারেন।


পরামর্শ দিয়েছেন—ডা. ইসাবেলা কবির, কনসালট্যান্ট, চর্ম ও যৌনরোগ বিভাগ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us