‘আমি কোনো কিছু লুকানোর মতো মানুষ নই’

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০৯:০৩

উৎপল শুভ্র: আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলটা দেখতে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে হারার পরও বাংলাদেশ শীর্ষে...এমন দেখে তো আমরা অভ্যস্ত নই।


তামিম ইকবাল : ভালো তো লাগছেই। তবে আমি যেমন জানি, আপনিও জানেন, এই পয়েন্ট টেবিল বদলাবে। বাংলাদেশ এখন সবার ওপরে আছে, এরপর হয়তো অন্য দল উঠবে, বাংলাদেশ নেমে যাবে, আবার উঠবে...পুরো চক্র শেষ হওয়ার পর আমরা কোথায় থাকি, সেটাই হলো গুরুত্বপূর্ণ।


শুভ্র: আপনি তো অন্তত ৪ নম্বরে শেষ করার একটা লক্ষ্যের কথা বলেছিলেন। কোন দলের কয়টা ম্যাচ বাকি, কার সঙ্গে খেলা—এসব হিসাব-নিকাশ কি করেছেন?


তামিম: এটা তো আমার কাজের অংশই। এ নিয়ে আলোচনা তো হয়েছেই। বাংলাদেশের এখনো ৯টা ম্যাচ বাকি। আমরা শুধু আমাদের ম্যাচগুলো নিয়েই প্ল্যান করতে পারি। অন্য দলগুলো কেমন করবে, এটা তো আর আমার হাতে নেই। এখন পর্যন্ত আমরা ভালো পজিশনেই আছি। দেখা যাক কী হয়!


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us