মানুষ ভোটের ওপর আস্থা হারিছে ভোটকেন্দ্রে যেতে চায় না : জিএম কাদের

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন ব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে। মানুষ ভোটের ওপর আস্থা হারিছে কেউ ভোট কেন্দ্রে যেতে চায় না। মানুষ এখন উৎসবমূখর নির্বাচন দেখতে চায়।


সে জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন। আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। সাবেক সেনাকর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। যোগদানঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us