ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীর চাকরি পাচ্ছেন

প্রথম আলো প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩২

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বিজ্ঞাপন সাঁটিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর হোসাইন শিগগিরই চাকরি পাচ্ছেন। দেশের কয়েকটি স্বনামধন্য বেসরকারি কোম্পানি আলমগীরকে চাকরি দেওয়ার প্রস্তাব করেছে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।


এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ‘আলমগীর হোসাইনকে আমার কার্যালয়ে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। তিনি তাঁর হতদরিদ্র পরিবারের শোচনীয় অবস্থার কথা জানান। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞাপন দিয়েছেন বলে মনে হয়নি। তাঁর সম্পকে৴ সংগৃহীত গোয়েন্দা তথ্যে কোনো অপরাধ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তাঁর মুঠোফোনের কলরেকর্ডসহ সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।’


এসপি বলেন, ‘আলমগীর হোসাইনকে চাকরি দেওয়ার জন্য সুপার শপ ‘স্বপ্ন’, স্কয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠান আমার মাধ্যমে যোগাযোগ করেছে। এর মধ্যে ‘স্বপ্ন’ যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে সাক্ষাৎকার নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজই তারা আলমগীরের চাকরির বিষয়ে জানাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us