একটি শিশু জন্ম নেয় নারী কিংবা পুরুষ হয়ে। সময়ের সঙ্গে সে যত বড় হতে থাকে ততই তার মস্তিষ্ক গঠন হতে থাকে নারী এবং পুরুষের ভিন্নতা নিয়ে। তবে অনেকেই আছেন জন্মসূত্রে পাওয়া সেই সত্ত্বাকে ঠিক নিজের করে উঠতে পারেন না। পরিবর্তিত হতে চান ভিন্ন লিঙ্গে।
সমাজে এমন মানুষ অহরহই দেখা যায় , যাদের শারীরিক গঠন পুরোপুরি পুরুষের মত হলেও আচরণে , অঙ্গভঙ্গিতে নারীদের মতো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেক নারীকে দেখা যায় পোশাক আশাক বা ব্যবহার অনেকটা পুরুষের মতো। এরা আসলে কেউই তৃতীয় লিঙ্গ বা হিজড়া নন।