বেআইনি পণ্য বেচে ফেঁসে যাচ্ছে দারাজ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১২:০৮

দারাজ প্ল্যাটফর্মে যেসব ভার্চুয়াল পণ্য বিক্রি হচ্ছে, সেগুলোকে অবৈধ বলেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব ভার্চুয়াল পণ্য বিক্রিতে সরকারের কোনো অনুমোদন নেই। এই প্ল্যাটফর্ম থেকে কেনা ডলার কার্ড দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে কেনাবেচা করাও যাবে না। এভাবে কেনাবেচা করা অর্থ পাচারের শামিল, এতে সরকারও রাজস্ব হারাবে।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, এ-সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে দারাজের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য পাওয়া যায়। এরপর দারাজের ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে জানানো হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) এক চিঠির পরিপ্রেক্ষিতে ই-কমার্সে অবৈধ ডিজিটাল পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে চলতি মাসেই এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান এ ধরনের ব্যবসা করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us