ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় উৎপাদিত বিশেষ জাতের চা দার্জিলিং চা নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চায়ের খ্যাতি রয়েছে এটির। বাজারজুড়ে তীব্র চাহিদা থাকলেও মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে ২০২১ সাল পার করেছে দার্জিলিং চা।
দি ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুই দশক আগেও ১ কোটি ৩০ লাখ টন দার্জিলিং চা উৎপাদন হয়েছিল। কিন্তু গত বছর তা অর্ধেকে নেমে আসে। উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ টনে। প্রতি বছর উৎপাদিত চায়ের অর্ধেকই বিদেশে রফতানি হয়। এর মধ্যে অধিকাংশই যায় ব্রিটেন ও জাপানে। কিছু যায় ইউরোপের অন্য কয়েকটি দেশে।