লেনদেন শুরুর প্রথম দিনে সর্বোচ্চ দামে ওঠার পর একই দিনে অভিহিত মূল্যের (ফেসভ্যালু) নিচেও নেমেছে আলোচিত বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের দাম। গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে বন্ডটির লেনদেন শুরু হয়।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বন্ডটির লেনদেন শুরু হয় দিনের সর্বোচ্চ দামে। লেনদেনের শুরুতেই এটির ইউনিটের বাজারমূল্য ১০ শতাংশ বা ১০ টাকা বেড়ে দাঁড়ায় ১১০ টাকায়। কিন্তু সেই দাম খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের একপর্যায়ে বন্ডটির ইউনিটের বাজারমূল্য ৯৯ টাকা ৫০ পয়সায় নেমে আসে। তাতে এদিন এটির দামের সাড়ে ১০ শতাংশের উত্থান-পতন ঘটে। তবে দিন শেষে অভিহিত মূল্যের চেয়ে ১ শতাংশ বা ১ টাকা বেড়ে ১০১ টাকায় লেনদেন শেষ হয়। প্রথম দিনে বন্ডটির প্রায় ৩২ লাখ ইউনিটের হাতবদল হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ডটির দাম ৪ শতাংশ বা ৪ টাকা বেড়ে ১০৪ টাকায় লেনদেন শেষ হয়েছে। ঢাকার বাজারে লেনদেনের একপর্যায়ে এটির দাম অভিহিত মূল্যের নিচে নামলেও সিএসইতে অভিহিত মূল্যের বেশি দামেই হাতবদল হয় দিনভর।