হামলার প্রতিবাদে টিএসসিতে আজও বসবে কাওয়ালির আসর

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি সঙ্গীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে পুনরায় আসর বসানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আসরটি বসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।


কাওয়ালি গানের আসরে অতর্কিত হামলার প্রতিবাদস্বরূপ এখন থেকে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে এই গানের আসর বসানো হবে। এ বিষয়ে ‘সিলসিলা’র প্রতিষ্ঠাতা লুৎফর রহমান বলেন, আমরা একটি অরাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এই হামলার বিচার চাই। এর প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করেছি। এছাড়া আমরা এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান করব। লুৎফর রহমান বলেন, গতকাল কাওয়ালি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে‍। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us