কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রায় ১ হাজার ২০০ ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো প্রাণহানি হয়নি।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন রোববার রাত পৌনে ৮টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ১ হাজার ২০০ ঘর পুড়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’
উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে।
কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ক্যাম্পের বি/১ ব্লকের মোহাম্মদ আলীর ঘরের গ্যাসচুলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা বি ও সি ব্লকে ছড়িয়ে পড়ে।