দফায় দফায় তারিখের আশা পেলেও এখন পর্যন্ত মেলেনি পদ্মা সেতুতে রেললাইন বসানোর অনুমতি। এ বছরের জুনের আগে সেতুর রেলপথের অংশ রেলপথ মন্ত্রণালয়কে বুঝিয়ে দেবে না সেতু কর্তৃপক্ষ। অথচ এ মাসেই পদ্মা সেতুর সড়কপথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
একই সময় সেতুর নিচতলায় ট্রেন চালানোর কথাও বলা হয়েছিল। কিন্তু ট্রেন চালানো তো অনেক দূর, জুনের আগে রেললাইনই বসানো যাচ্ছে না। এতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ এ বছরের ডিসেম্বরে চালু করা অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেতুতে রেললাইন বসাতে সময় লাগবে কমপক্ষে ছয় মাস।