চকচকে, ম্যাট কিংবা টিন্টেড! সব ধরনের লিপ গ্লসই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, রইল পদ্ধতি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৫৮

লিপস্টিক, লিপ ক্রেয়ন কিংবা লিকুইড লিপস্টিক নিয়ে মাতামাতি হলেও আলাদা করে লিপ গ্লসের কদর রয়েছে অনেকের কাছেই।


দিনের বেলা বেরোনোর সময়ে খুব বেশি মেকআপ করার প্রয়োজন পড়ে না। ফলে হালকা মেকআপের সঙ্গে লিপ গ্লস লাগানো যেতেই পারে। লিপস্টিক পরলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে, কিন্তু লিপ গ্লসে সেই ভয় নেই। এতে ঠোঁট চকচক করে, আবার আর্দ্রতাও বজায় থাকে। অনেকে আবার টিন্টেড লিপ গ্লস মাখতে পছন্দ করেন। তা হলে এক ঢিলেই দুই পাখি মরে। ঠোঁট শুষ্ক হয় না, আবার হালকা গোলাপি বা লালচে আভাও থাকে। তবে দাম দিয়ে আলাদা আলাদা গ্লস না কিনে প্রয়োজন অনুযায়ী সেগুলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। রইল পদ্ধতি।


কী ভাবে বাড়িতে লিপ গ্লস তৈরি করবেন?


গ্লসি লিপ গ্লস তৈরির পদ্ধতি:


১) ছোট একটি পাত্রে এক চা চামচ পেট্রলিয়াম জেলি নিন।


২) তার সঙ্গে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।


৩) এ বার ভাল করে তা মিশিয়ে নিন। মনের মতো ঘনত্ব না পাওয়া পর্যন্ত তা মিশিয়ে যেতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us