শত শত যাত্রী নিয়ে রাতের আঁধারে চলাচল করা লঞ্চগুলোতে নিরাপত্তা রক্ষায় এখন আর অস্ত্রধারী কোনো নিরাপত্তাকর্মী রাখা হয় না। আগে প্রতিটি লঞ্চে ছয়জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করতেন। কিন্তু সদস্যদের বেতন বাড়ার অজুহাতে লঞ্চ মালিকরা ছয় বছর ধরে লঞ্চে আর তাঁদের নিয়োগ করছেন না। মালিকদের কেউ কেউ অস্ত্রবিহীন নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ করেন।
গত বৃহস্পতিবার ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর জানা গেছে, ওই লঞ্চে কোনো আনসার সদস্য ছিলেন না। অনেকে মনে করছেন, আনসার সদস্য থাকলে যাত্রীদের হতাহতের সংখ্যা কম হতো।