'চার দিকে ঘন কুয়াশা। কিছু দেখা যাচ্ছে না। শুধু চিৎকার শুনতেছি। আমি তখন নৌকা নিয়ে নদীর মধ্যে। কোথা থেকে চিৎকারের শব্দ আসছে বুঝতে পারতেছি না। তীরে না গিয়ে শব্দ ধরে একটু এগুতেই দেখি নদীতে শুধু মাথা আর মাথা, সবাই হাত নাড়াচ্ছে। বাঁচানোর জন্য ডাকতেছে। দ্রুত তাদের কাছে নৌকা নিয়ে যাই। ২৫ থেকে ৩০ জনকে নৌকায় টেনে তুলি…'
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী খেয়াঘাটে ইঞ্জিন চালিত নৌকার মাঝি আবু তালেব দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন।
গত বুধবার সকাল পৌনে ৯টায় বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গা নদী পারের সময় 'এমভি ফারহান -৬' লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। সেসময় চিৎকার শুনে নৌকায় করে অনেককে নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন।