লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, আমাদের টিম বরিশালে গেছে। ৭ জন চিকিৎসক কাল রাত দেড়টা পর্যন্ত রোগী দেখেছেন। আজ সকাল থেকেও দেখছেন। যদি কোনো রোগীকে ঢাকায় আনার প্রয়োজন হয়, আমরা নিয়ে আসবো। না হলে তাদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে।


তিনি আরও বলেন, আমি বারবারই বলি, যতক্ষণ সচেতনতা না আসবে এবং মনিটরিং না করা হবে ততক্ষণ এ ধরনের দুর্ঘটনা কেউ ঠেকাতে পারবে না।


চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে সামন্ত লাল সেন বলেন, ঘটনাটি রাত ৩টায় এ ঘটনা ঘটেছে। হাসপাতালে আরও কিছু সময় লেগেছে। এই সময়ের মধ্যে পর্যাপ্ত ফ্লুইড পেয়েছে কি না সেটা গুরুত্বপূর্ণ। এগুলোর ওপর পরবর্তী চিকিৎসা নির্ভর করে। আমি বলবো সবাই ক্রিটিক্যাল। আমি কাউকেই শঙ্কামুক্ত বলবো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

মনের ক্ষত সারবে কবে

কালের কণ্ঠ | শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
২ বছর, ৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us