আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার উস্কানিমূলক সেনা বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন ন্যাটো মহাসচিব। পরে সাংবাদিকদের জেন্স স্টোলটেনবার্গ বলেন, সীমান্তে সামরিক উপস্থিতি কমানোর কোনও লক্ষণ নেই। বরং আরও বাড়ছে।