শীতের কাঁপুনি ছাড়াই এলো পৌষ

নিউজ বাংলা ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৩

‘পৌষের শীতে মোষ কাঁপে’- প্রবাদটি বুঝি বাস্তবতা হারাচ্ছে। পৌষ মানেই শীতের কাঁপুনি। শীতলতা পেতে দিনভর পানিতে গা ডুবিয়ে রাখা মহিষও এ সময়ে শীতে কাঁপাকাঁপি করে। এবার শীত ঋতুর প্রথম মাসটির আগমনী ক্ষণে আবহাওয়ায় তেমন বার্তা নেই। রাত পোহালেই আসছে সেই পৌষ। অথচ রাজধানীতে শীতের তেমন একটা দেখা নেই।সারা দেশেও তুলনামূলক প্রকোপ কম।


বাংলা দিনপঞ্জির হিসাবে বুধবার অগ্রহায়ণের শেষ দিন। সে হিসাবে বৃহস্পতিবার কুয়াশার চাদর গায়ে দিয়ে সূর্য উঠবে নতুন ‍ঋতু শীত ও নতুন মাস পৌষকে স্বাগত জানিয়ে। এই সময়ে এসে গ্রামাঞ্চলে কিছুটা শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে এখনও তেমনটা দেখা যায়নি। এখনো লেপ-কম্বল মুড়ি দিয়ে আয়েশ করে ঘুম দেয়ার সুযোগ পাচ্ছেন না রাজধানীবাসী। ভোরের দিকে গায়ের ওপর একটু কাঁথা টেনে নিতে হচ্ছে মাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us