বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। দেশটিতে প্রবেশে তাকে বাধা দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ)।
কানাডার বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিবেদন থেকে জানা যায়, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর মুরাদকে ফিরিয়ে দেয়া হয়। মুরাদ ২০১৯ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় কানাডায় একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সে সময় তিনি কানাডার ভিসা নেন। সরকারিভাবেই তার সফর চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু সেই সফরে যাওয়ার আগেই তার দপ্তর বদল হয়ে যায়। তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপরও তিনি কানাডায় স্বাস্থ্যসংশ্লিষ্ট ওই অনুষ্ঠানে যোগ দেন।