স্ত্রী ও সন্তানদের ওপর নির্যাতনের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মুরাদ হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান। পরে ওই জিডির (অধর্তব্য অপরাধ) তদন্তের অনুমতি চেয়ে ধানমন্ডি থানা-পুলিশ আদালতের কাছে আবেদন করে। পরে আদালত আজ ওই জিডির অভিযোগ তদন্তের নির্দেশ দেন।