মেঘনার প্রিয় মানুষগুলো ভালো নেই

নয়া দিগন্ত জয়নুল আবেদীন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫

৭ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ করার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। আমরা মেঘনাবাসী, ‘মেঘনা’ নামে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দনসহ দীর্ঘায়ু কামনা করছি। কারণ, মেঘনার জল, মেঘনার ফল, মেঘনার প্রকৃতি ও আবহাওয়ার সাথে আমাদের রক্তের সম্পর্ক। আজ থেকে কমবেশি ৭০০ বছর আগে মেঘনার এক ক‚ল ছিল দাউদকান্দি আরেক ক‚ল ছিল সোনারগাঁও মাঝখানে ছিল অথই পানি। মেঘনার পাড়ে ছিল মগ জলদস্যুদের উৎপাত। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইরান থেকে আসেন হজরত দানেশমন্দ রহ:। জলদস্যু দমন করার পর জনগণের অনুরোধে হজরত দানেশমন্দ রহ: রয়ে যান সোনারগাঁওয়ে। একবার নদীপথে মেঘনা পার হওয়ার সময় ডুবোচরে আটকে যায় তার বজরা। অথই পানি থেকে ভেসে উঠতে শুরু করে চর। মেঘনা ও এর শাখা-প্রশাখা বেষ্টিত ভেসে ওঠা চরের নাম ‘ব্রাহ্মণচরের প্যাঁচ’। ৬০ বর্গমাইল পরিমিত চর/দ্বীপটি দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল- বিচ্ছিন্ন ছিল সরকারের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড থেকেও। দ্বীপটির প্রতি সরকারের নজর না থাকলেও নজর ছিল প্রকৃতির। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটির নদী-নালা ও খাল-বিল ছিল মৎস্যপূর্ণ আর মাটি ছিল উর্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us