উগ্র ধর্মীয় বিষবাষ্পের তাড়ন ও আমাদের উৎকণ্ঠা

চ্যানেল আই জি এম আরিফুজ্জামান প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১৪:১৬

“ জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল,
তাকে কি ভাই ভাঙ্তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল!
যে জাত-ধর্ম ঠুন্কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত,
যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া”।
(জাতের নামে বজ্জাতি সব -কাজী নজরুল ইসলাম)


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কায় জাতের বড়াইকে দেখিয়েছেন তাঁর কবিতায়। কালে কালে দেশে দেশে জাতে জাতে যুদ্ধ বিগ্রহের ফলে হারিয়েছে অনেক মানুষের প্রাণ। ধর্মীয় রেষারেষিতে নানা সময়ে বলি হয়েছে অনেক মানুষ , ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক সভ্যতা। কালের বিবর্তনে জাতের বড়াইয়ের ভিন্নতা পেয়েছে কখনও বংশের, কখনও অর্থের, কখনও শিক্ষার আবার কখনও ধর্মের মোড়কে। এই মোড়কের বিষবাষ্পের দূষণ ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ঐতিহ্য হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় স্থান নিয়েছে উগ্রবাদীর বিষবাষ্পের উদাহরণ হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us