১৬ বলে ১৭ রানেই থেমে গিয়েছিলো জাকের আলি অনিকের ইনিংস। রান আউট হয়েছেন জেনে চরম হতাশায় ড্রেসিংরুমে ফিরে ব্যাট ছুঁড়ে মারেন তিনি। কিন্তু খানিকপর আচমকা দেখতে পান চতুর্থ গ্রেগরি ব্র্যাথওয়েটকে। তিনি জানানে আসলে জাকের নন, আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। নাটকীয়ভাবে আবার ক্রিজে গিয়ে পরে ঝড় তুলেন এই ব্যাটার। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় বড় জয়।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের সামনে এদিন ছিলো হোয়াইটওয়াশের মিশন। তাকে আগে ব্যাটিং বেছে ভালো শুরুর পর হোঁচট খায় বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে তখন ক্রিজে জাকের ও শামীম।
১৫তম ওভারে ভুল বোঝাবুঝিতে দুজন চলে যান এক প্রান্তে, সহজ রান আউট। দুই ব্যাটার এক প্রান্তে থাকায় কে আউট হয়েছেন তা নিয়ে দ্বিধা ছিলো। আম্পায়াররা জাকেরকে শুরুতে আউট দিলে তিনি হতাশায় নিজের উপর রাগ ঝাড়তে থাকেন, ড্রেসিংরুমে ফিরে ছুঁড়ে মারেন ব্যাট।
চরম হতাশা থেকে খানিক পর পরম আনন্দে ভাসেন তিনি, চতুর্থ আম্পায়ার এসে জানান তিনি আউট নন, আউট শামীম। আবার ক্রিজে ফিরে পরের ২৫ বলে যোগ করেন ৫৫ রান। বাংলাদেশকে নিয়ে যান ১৮৯ রানে, যাতে ভর করে আসে সহজ জয়।