বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আগামীকাল সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। পরিচালনা পরিষদের ১৫ তম সভায় নানা ধরনের আলোচনায় হবে। তবে আলোচ্য বিষয় সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়। শোনা যাচ্ছে বিপিএল ছাড়াও সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের কেন্দ্রীয় চুক্তির বিষয় থাকছে আগামীকাল।
বিসিবির সভার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক। কালের কণ্ঠকে তিনি বলেছেন, ‘আগামীকাল বিকেল ৩টায় বোর্ড মিটিং ডাকা হয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে ঠিক কী নিয়ে আলোচনা হবে এটা নিশ্চিত করে বলতে পারছি না।
সর্বশেষ কয়েকটি বোর্ড মিটিংয়ের আগে আমরা এজেন্ডা জানতাম না। এবারও তেমনি। আগামীকাল মিটিংয়ে জানা যাবে কী কী বিষয়ে আলোচনা হবে।’
যদিও জানা গেছে কাল বিপিএলের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।