সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য ও আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, হাত-পা ভাঙার পাশাপাশি কুপিয়ে মাথায় জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর স্বজনদের অভিযোগ, চাঁদা না পেয়ে বিএনপির নেতা–কর্মীরা এই হামলা করেছেন।
আহত ওই ব্যক্তির নাম সেলিম রেজা। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, একই ইউপির সাবেক সদস্য ও বাসিন্দা। সেলিমের পরিবারের দাবি, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দুই পায়ের রগ কেটে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সেখানকার চিকিৎসকেরা জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ।
ঘটনার প্রসঙ্গে সেলিমের ছেলে আবদুল জলিল বলেন, ‘বৃহস্পতিবার (গতকাল) সকালে বিএনপির ৩০-৩৫ জন নেতা-কর্মী আমাদের বাড়ির সামনে থেকে বাবাকে জোর করে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানে তুলে নিয়ে যান। এরপর তাঁরা বাবাকে পিটিয়ে দুই পা, ডান হাত ভেঙে ফেলে দুই পায়ের রগও কেটে দেন। তাঁরা বাবার মাথায় কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় ফেলে যান। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।’