কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে; এসময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুই শিশুকে।
শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।
নিহত মো. ছৈয়দ উল্লাহ (১০) ওই ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।
জীবিত উদ্ধার করা হয়, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদ এর ছেলে এনায়েত রহমান (৬)।
স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের চূড়া থেকে বড় এক খণ্ড মাটি আকস্মিক ধসে পড়ে।
“এতে তিন শিশু মাটি চাপা পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।”